ভেবে ছিলাম তুমি খুশি হবে
সচরাচর সকলে যাকে হৃদপিণ্ড বলে
তার ভিতর অনুভবের হৃদয় টা
তোমার জন্য সযত্নে লালন করেছি
লালন করেন রাজা অসহায়ের চিন্তা
আমি আজও কিচ্ছু বুঝিনা
তোমার জন্য চিন্তা করি কি যে
মমির মধ্যেও খফজ়ের চিহ্ন পাওয়া যায়
ইতিহাস তাই আজও ক্ষত বহন করে
হৃদয় কি ইতিহাসের অঙ্গ ?
তুমিও না হয় বলো আমার হৃদয় টাকে
তোমার যদি বলতে ইচ্ছে করে
ভালোবাসা হলো ক্ষত নামক ঘা
দূরভিসন্ধিমূলক মানিয়ে নেবার প্রেরণা
সোজাসুজি কেউ এ পথে আসেনা
আমি সেদিনও কাঁদিনি প্রিয়তমা
জানি আমার ইচ্ছে গুলি বড়ই বেমানান
ইচ্ছে গুলো কেবল নষ্ট পথেই ধায়
বলছি দেখো সত্যি করে ভেবে
ভাবনা গুলো হৃদয় মাঝে যতই জটিল হয়
তাতে কারোর কিচ্ছু যায় আসে না
অসীম তৃষা অসীম ক্ষুধার নামও প্রেম
পাছে হারাই তাই জাগে ভালোবাসা
একলা পথিক রাতজাগা পাখির মতোই
আঁধার রাতে দিশা খুঁজি তোমার হৃদয় পানে
তেমন কি হয় আজও তোমার ?
যেমন করে বছর বছর ভুলে থাকো
যেমন করে দেখো ইতিহাসের পাতায়
যেটুকু পাই আমার যে তার বেশি নাই
সময় দেখো ডাকছে হেসে হেসে
ডাকছি ভালোবেসে তাই আজ কাঁদুক যন্ত্রণা
তুমি কখনও কেঁদোনা প্রিয়তমা