আমি আর সহ্য করতে পারছিনা
আমি মানুষের জীবন ঘৃণা করিনি কোনদিন ,
নিরপরাধ মানুষের লাস ,
অসহায় মানুষের লাস ,
ক্ষুধার্ত মানুষের লাস ,
আমি আর সহ্য করতে পারছিনা
আমি ক্রমশ অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি - জানাচ্ছি না
তবে আমার এ হত্যার আমি কিন্তু বদলাও চাই না
জানি আমার কথার তোমরা কোনও দাম দেবেনা
আসলে তোমরা অনেক বেশি সহ্যশীল - তাইনা ?
আমি তো আমার মতোই , এতটা সহ্য করতে পারিনা
আমি সন্তান কোলে নিয়ে তাই হাটি হাজার মাইল ,
আমি নিজ দেশের কাছে পরিযায়ী - ফাইল
আমরা ক্লান্ত তোমার রেলের পাতা আছে লাইন ,
নেতাজী স্মাইল - নেতাজী ডোন্ট মাইন
আমার ছবি - তোমার ছবির প্রচারের ধুম কাটেনা
আমার তীব্রযন্ত্রণার চিৎকার তোমার কাছে পৌঁছয় না !
তোমার চোখে চোখ রেখে আমার দৃষ্টি স্থির - যন্ত্রনা
তোমরা আমায় হত্যা করলে কিন্তু আমি ভয় পাইনি ,
তোমাদের মাথার উপর জল্লাদের আশীর্বাদ
ভয়ার্ত নয় ফ্যাকাশে নয় অববয়ে শুধু প্রতিবাদ ,
প্রতিবাদে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কবিতায়
ধিক্কারে ধিক্কারে ইস্তাহার ছিড়ে ফেলি রাস্তায়
পেশাদারি রাজনীতির তকমা ধারী ভরে পেট গনহত্যায়
আমি মানুষের জীবন ঘৃণা করিনি কোনদিন
আমি উদাসীন আর অবহেলার জন্য তৈরি চিরদিন ,
উপেক্ষিত আমার জীবন যাপন হে রাজন আর কতদিন
আমি আজও চাই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ,
প্রাধান্য হীনতাই কেবল সাতান্য ডেল ধারণ কারীর বরাতে
তব বিবেক আর বিকাশের মানসিকতা চায় কেবল রঙিন
অসহায় হয়ে একাকিত্বের দ্বারে আমি তো প্রাণহীন !
হে আমার মানব জাতি , তুমি কি হবেনা ক্ষমাহীন ?
দেখো আমার সন্তানদের
তারা কেউ লিখছে মহাকাব্য না মেনে হার
চলছে কনভয়ের মিছিল আর চারিদিক অন্ধকার ,
দেখো, মোর মৃতদেহে কে স্তনপান করে খুঁজতে আহার
আমার সৎকারে আমার বিনাশ নয় ,
প্রতিটি নবজাতকের জীবন এনে দেয় জয়
আমি সুখে আছি , দুঃখে আছি প্রতিটি প্রাণের স্পন্দনে
নাই ক্ষয় নাই ক্ষয় নাই ক্ষয় তারা হয়ে আছি এ গগনে
আমি যেতে চাইনি সন্তানের মাথা থেকে আঁচল সরিয়ে ,
সুখের জোৎস্না রাতে দিই পরীদের ঘুম ভাঙিয়ে
অসংখ্যবার তোমার শিরা উপশিরায় ধমনীতে
আমি স্রোত হয়ে থাকি লতায় পাতায় শিকড়ে গুল্মে ,
ভালোবাসার উৎস থেকে ক্রমাগত ভাবে সমুদ্রে ফেনায়
আমি জেগে উঠি প্রতিটি ক্যানভাসে প্রতিটি কবিতায় ,
আমি দেখি ছাই হয়ে উড়ে যাই হিমালয় চূড়ায় ,
একবার চোখ বন্ধ করে দেখ আছি অন্তরের আঙিনায়
কাশ্মীর হতে কন্যাকুমারী কিংবা বাংলার পথে ঘাটে
বাজিয়ে বাঁশি ফেরে রাখাল পথে এগিয়ে যেতে
কৃষ্ণচূড়ার ফুলের রঙে পশ্চিম আকাশে ,
আশ্চর্য রকম ফুরিয়ে যাবার দিনে ক্ষুধার্ত পথশিশু !
কমছে না বাড়ছেই বাড়ছেই আমার যন্ত্রনা
পাখি হয়ে আর উড়তে চাইনা চাইনা মেলতে ডানা ,
কোজাগরীর চাঁদ আর জোনাকি আলো নিয়ে
আসব আমি বারে বারে হিসাব মিলিও আমায় দিয়ে
কারা যেন আজ ভাঙছে শিকল নিজেকে স্বাধীন ভেবে
পদ্ধতিতে ভয়াবহ পরিণতির ডাক , কে জীবন দিবি তবে
ছিড়ছে নোঙর , বাড়ছে স্রোতের জল বলরে এবার বল
অরণ্য পাহাড় নদী , মিশর মিসিসিপি , এ চেতনার ফল
সংস্কৃতিতে ক্ষুধার্ত মানুষের লাস !
আমি আর সহ্য করতে পারছিনা
আমি ক্রমশ অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি - জানাচ্ছি না
তবে আমার এ হত্যার আমি কিন্তু বদলাও চাই না ।