আজো ভেসে আসে সাম্যের আহ্বান
প্রাণ-সখা আমার, বুঝিতে সে ঐক্যতান
সমান্তরাল পথে - তুমি আমি আর আমাদের পৃথিবী i
ছবি ছত্রছায়ায় প্লাবিত জীবন
কিশোরীর শরীরে নব যৌবন ঘ্রাণ,
আচ্ছ্ন্ন পঞ্চতপা নৈতিক অধিকারে
পদ্মাবতী আসে কর্ণের বিপর্যস্ত কাতরে ।
সে জনম আমায় আহ্বান জানায়
একই গর্ভযোনির ফসল-সাম্যের কুলে,
তবে শ্যাম - তোমার সে কেমন রচনায়
কুলের ভূলে নিস্পাপ বীর - প্রাণত্যাগে অছিলায় i
আজো ভেসে আসে পদ্মাবতীর আহ্বান
প্রিয়া আমার, বুঝিতে সে ঐক্যতান
সমান্তরাল পথে - তুমি আমি আর আমাদের পৃথিবীতে i