আজো যারা তোমায় ভুলতে পারেনি - কারন সে তারাই জানে,
অন্ধকার রাত্রে, আমি চেপে ধরি তোমার হাত, না বুঝে মানে ।
কেবল সে ইন্দ্রিয়ের আনন্দে - দেখি চারপাশ আলোকময়,
তোমার কুমারি শরীরের ঘ্রাণ, আমৃত্যুলোলুপ চিত্ত কামনায়,
তোমার শরীরে জেগে ওঠা নব তরুদল প্রসারিত করে বাহু,
ফুল ঝরে - ফুল ফোটে, মনে হয় ওরাও ভালবাসে কেউ কেউ ।
কিট - পতঙ্গ - পশুদের সঙ্গম দৃশ্যে, মনুষ্যত্ব জানান দেয় !
অভুক্ত প্রেমিকের দুটি চোখ আজ যৌনতা হারায় ।
বাসর ঘরের বিছানা - কিল্ বিল্ জোকে ভর্তি - গোলাপ অদৃশ্য ,
বিবাহিত স্বামী আজ সন্তান রূপি ধর্ষকের ভুমিকায় - ভৈরব অবশ্য ।
সব নবযৌবনা কুমারী - সতী হয়ে ঊঠতে পারেনা কখনও সখনো ,
ক্ষণ কালের আনন্দসভায় হোডিং - নারী আজও বিশ্বসেরা এখনো ।
যখন কোন কোন ধর্ষক - সেরা স্বামী হয়ে ওঠে ...!
মানবজমিনে এধরার বুকে বিশ্বসেরা স্বপ্রেম - স্মৃতিপটে ফোটে ।