আমি আজ ক্লান্ত শত ভাবনার শেষে
সভ্যতা , তোমার হিসাব - নিকেশ ,
মহৎ বিশিষ্টতার - তুমি তো করেছ পোষণ
দৃপ্ততেজে পরিধির জ্ঞান,
হিন্দু ,মুসলমান ,খ্রীষ্টান ,বৌদ্ধ...
সকলেই তো মানবজাতিতে সম্বন্ধ ।
একবিংশ শতাব্দীর রাজপথে নগ্ন
( কৃষক ) শত শরীরের প্রতিবাদ প্রদর্শন !
ভাবনা অবরুদ্ধ হয় গণতন্ত্রে
চেতনায় প্রতিবাদ কেন নগ্নতায় ?
সভ্যতা , প্রণাম জানাই তোমায় - তোমার চেতনায়
নগ্ন মহিলা - পুরুষ প্রকাশ্যেই আমাদের অবজ্ঞায় !
সেচ্ছায় তো শতাঙ্গ করে নি পোশাক বিসর্জন ,
উদার পন্থার তুমি তো নিদর্শন ,
শরীরে ,বাহুতে ,হৃদয়ে তোমার
আছে ভক্তি ,শক্তি ,প্রেম ,
শতরূপে তুমি কি আজ করেছ
অকর্মন্য , বিলাসী - মিতাচারী ,উদাসীন !
জানি থেমে যাবে একদিন এই নগ্ন বিপ্লব তরঙ্গ
তোমার সৌন্দর্যের নৈপুন্যের সাধনায় ,
বাধা ,ক্ষয় সাথে চলা একান্ত সংযত ভাবে
থেকে যাবে মনে - অসংগত শতাঙ্গ দের
যোগ্য অদ্ভুদ মগ্নতায় ।