তুমি বল ওরা থাকে শয়তানের দেশে
এ দুটি দেশ শয়তানের প্রশস্ত বাহু
যারা আমাদের ধ্বংস করতে চেয়েছিল নাগপাশে।
বোমারু বিমান কিছু আগে দুটি মিসাইল হেনেছে
আবারও কালো ধোঁয়ায় আকাশ ঢেকেছে
ধ্বংস বাড়ির ভাঙা ইট আর লোহার রড
ছড়িয়ে থাকা ভাঙা আসবাব আর ভাঙা কাঁচের টুকরো
থালা, বাটি, ফ্রিজ, টিভি আর একটা গোলাপি বারবি পুতুল
ধুলো ঢাকা দরজা বিহীন একা একটা গাড়ি দাড়িয়ে ।
উদ্ধার হওয়া ক্ষুধার্ত নাবালক বলেছিল - আল্লা ছাড়া আমার আজ কেউ নেই !
মায়ের কয়েকটা বোরখা হাতে সে দিগভ্রান্তের মতো দৌরাচ্ছিল,
আমি বললাম এ বোরখাতে কি হবে ?
সে সেগুলো দিয়ে সে তার মায়ের শরীর ঢাকবে!
আমি বললাম কোথায় তোমার মা?
সে বলল খুঁজে পাইনি তবে আম্মা বলেছিল- খুজে না পেলে এ মাটিও আমার মা,
আমি বললাম তোমার মা আগে এসেছিলে না এ পৃথিবীর মাটি?
সে বলল আম্মা বলেগেছেন এ মাটি নাকি আমার থেকেও খাঁটি,
আমি সৈনিক আল্লারে শুধালেম - আজ মানুষ আগে না মানুষের তৈরি বোরখা?
আরও কত শত প্রশ্নের উত্তর আজও আল্লা আমায় দেয় নি !
আরবি তে আল্লা যে-আজ সেইতো বাংলাতে ভগবান,
তোমার সৃস্ট শ্রেষ্ঠ মানুষেরেই ধবংস করিতে - কেমনে সে মানুষ হাঁকে ফরমান!