আমি কি অন্যরকম ভালবাসা চেয়েছি ?
কাছে ডাকো অথবা দুরে সরিয়ে রাখ
আমার পোশাক জানে - আমি কতটা নগ্ন
মানবিকতার অবক্ষয় - সামাজিক দর্শন
আমার কি আসলে কোন অধিকার নেই !
আমি জানি নিশ্চত - তোমরা সকলেই সাবালক
তোমরা উপহার আনতে জানো - উপহার দিতে জানো !
গৃহস্থ জীবন - সাবালক জ্ঞান - রসিকতা
বেচে থাকার লেভেল ক্রসিং
চাওয়া -পাওয়া - সঠিক সমাধান
ধর্ম কি নেশা - মন্দির-মসজিদ-গীর্জা
কাম-ক্রোধ-মোহ-শম প্রকৃতিতে বিলিয়ে !
হাল ছেড়োনা বন্ধু - করেছ যে পৌরষ্যত্ব অর্জন
তোমরা শ্রেয় পথের সন্ধান জানো - দিতে পারো প্রাপ্তির পথ !
পরাধীন কি আমার দেশ - আমায় কি তবে রক্ত দিতে হবে ?
প্রেম করেছিস খোকা - এবার খাওয়াবি কি তবে
কে যেন একজন ঐ ভিতর থেকে বলল আমাকে !
নিশিদ্ধ প্রেম - নিশিদ্ধ প্রেম - হঠাত্ চারিদিকে
ফেস্টুনে - ব্যানারে চারিদিকে শুধু কলরব
আমার কি আসলে কোন অধিকার নেই !
নাকি আমি অন্যরকম ভালবাসা চেয়েছি ?
আজ তবে আধারের মাঝে কেন করতে - চাইছি আলোর যতন !
তোমার দুই উরু যুগলের সন্ধিক্ষণ
আর আমার শরীর জুরে শুধুই শিহরন ...।