কি পেলে তুমি ?
কিইবা নিয়ে চললে সাথে ,
যখন রইলো তো সব পিছে
বলে ছিলে নাম - তাই বললো সকলে ।
আজ নামের মানে কাব্যকথা
তাই নামের মানেই সিদ্ধ ,
আবার নামের মানে টিকতে চাওয়া
দেখি নামের মানেই যুদ্ধ !
এই জগৎ সভায় দিলে যে আসন
সেও দেখি নামের অধিকারী ,
তাই নামের নামে নমঃ নমঃ
করোনা আমায় নামের ব্যাপারী ।