স্নিগ্ধতায় মগ্ন যখন এই চারটি তারার নীড়ে ,
নাইবা চাইলে কোন কিছু - এখন আর
যা কিছু ধরছে মনকে ঘিরে।
চলো ভেসে তোমার - আমার আত্মার
সে ছায়াপথে , ধরে দুরে - বহুদুরে ।
এসে এতকাছেই হতে পারি নগ্ন, তুমি - আমি আর
আমাদের এই উলঙ্গ প্রকৃতি পৃথিবীর ,
দেখেছ যখনি তুমি - কেবল জীবনচক্রের তরে !
বারে বারে এসেছে প্রেমে ধরিত্রীর তরে অঙ্গীকার ,
নবপ্রাণে নবজ্ঞানে সাজাবো এই বিশ্ব আবার ।
তারাদের মুগ্ধতায় ক্রমশই উত্তেজিত আমি ,
এগোচ্ছে উলঙ্গ দুটি দেহ গুটি গুটি পায় ভাবনায় !
শিরায় শিরায় বইছে লাভার স্রোত ,সাজে
বরফ রাজ্যও অগ্নিস্ফূরোনে !আজো নামি - দামী
কত প্রজন্ম বহমান কতকাল ? উপায়ে
দেখেছ, রেখেছ,অবগুণ্ঠন সাথে পৃথিবীর লাজ !
নগ্ন অতীত ,নগ্ন বর্তমান তাই হাসছে ভবিষ্যৎ ,
সৎ এই বিশ্বতে ধৃতরাষ্ট্রের প্রজন্ম খাবেই নাকেখৎ ॥