আমার একাকীত্ব
সত্য - অসত্য
নিত্য - অনিত্য
সে স্থায়ী জীবন ছুঁতে চায়
সে শিরার ভিতর তড়িৎ প্রবাহ পায়
সে নিজের ভিতর সুখী হতে চায়
চির কালের বর্তমান - সপ্ন বিলাসী মন
আমার মনের প্রভুত্ব তুমিও করবে যখন
আমার একাকীত্ব
তাহার সে শক্তিতে থাকে রত
শিখিবার প্রয়োজন আমার আছে যত
মিথ্যা ভাব আর ভুল থেকে দূরে
স্বার্থকতায় মানব জাতির সমুদ্রে
একাকীত্ব বলে কিছু নেই - শুধুই পশ্রয়- তাই সেও তো বাঁচে আমাকে ধরে