মনের ভিতরে মন খুজে চলি সারাক্ষন
বিরাম নেই, ছুটে চলে সময়ের কাটা।
মাঝে মাঝে অবচেতনে কে যেন সাড়া দেয়
আমি প্রেম, মনের গভীরে বেচে আছি - বলে।
মানুষের মানবিকতায়
প্রশ্নরাও উকি দেয় মাঝে মাঝে।
বিবাহিতারাও সমুদ্রে ভাসে - ওড়না ভেসে যায়
ফিরে আসে, সমুদ্র ঢেউ আবার তীরে।
আজও সে প্রেমিক, রাধা বলে তাকে মনে রাখে
অন্যকারো ঘরনী যদিও সে,
মাঝে মাঝে প্রেম কেপে ওঠে তার কাছে।
কত শত কিশোরীর শরীরের ডাকে থাকে নির্লিপ্ত
প্রেমহীন চারিদিক তার কাছে, চারিদিকে কেবল শরীর আর শরীর।
কোটি কোটি কিশোরীর শরীর আর শরীরের ভিতর মন।
আজও মনের হদিস থামে নাকো,
ছুটে চলে সময়ের তালে সেই নারী মনের আপনজন।