মেয়েটা তখনি ঘুমায়নি- তবে কিন্তু
তন্দ্রাচ্ছন্ন চোখ দুটো ঢুলে আসছিল,
ভালবাসা আর বিশ্ব বাতাসের শান্তি
তোমার একার প্রাপ্য নয়, ভাসছিল
এ বার্তা তার কানের আসেপাশে, আজ
আবহমান কালের নারী চরিত্রের
আকাশের মতন বিশাল এক সাজ,
রেখে যায় পরিচয় প্রদীপ্ত সূর্যের ।
তোমাদের সপ্ন সার্থক হোক - সে প্রেমে
আনন্দের অনুভুতি - এ জীবন জুরে ।
ধর্মভুকদের রক্ত তৃষ্ণা যাক থেমে,
নামুক নক্ষত্রলোকের নামে আবার
বিশ্বজননী কর দান তব সন্তান,
মানুষ বু্ঝুক সে মনুষ্যত্বের মানে ।