আমি আমাকে ভুলতে শিখেছি
তমাকে ভুলতে শিখিনি এখনও
আমি ভালবাসতে শিখেছি
মুখ ফেরাতে শিখিনি এখনও
জানতে চাইনা আমি কত ভালবাস
এ বিশ্ব ভালবাসবে তমাকে তখনও
যদি আগুন পাখি হয়ে ফিরে ফিরে আসি
শুধুই বলতে তমায় ভালবাসি ভালবাসি
যদি মনের দুয়ার বন্ধ কর
বাদল ভেজা রাতে কখনও
যেন আমি জন্মদেব সেই হ্রদয়ের
যে ভালবাসবে তমায় সকল বরষ প্রাতেএখনও