তুমি আঘাত করতে পারো কুশুমকে
ছিড়তে পারো তার পাপড়িকে যখন তখন;
আমি সইতে পেড়েছি যন্ত্রনাকে
শুধুই জয় করতে চাইনি তোমার এমন মন ।
তুমিই চিনিয়ে ছিলে
পাথরে পাথর ঘসলে জ্বলে আগুন ;
থাকতে দাও শুধু থাকতে দাও - নিজেকে আজ ভুলে
ওই ফুলের মধু দেখছে যেমন - আজ ফের এসেছে ফাগুন ।
আবার না হয়
মন একলা করার খেলায় তুমিই জিতে গেলে ;
দুঃক্ষ শুধুই দেবে ভেবে ছিলে - হায়্
এও খারাপ তো নয় - ব্যাথা নিয়েই বাচতে দিয়ে গেলে ।
প্রতিদিনের মতো তোমার বন্ধ দরজায় থাকি প্রহরায় ...
ভালবাস বলে - আজোও কি শুধুই তুমি ভালবাস আমায় !