দেখ আজো ওই কদম্ব তলায়
কলসি ভরে কে ?
ছাপিয়ে পরে ভর্তি জলে - ছলাৎ ছলে
আলতো পায়ে সে যে চলে ।
বুর্জোয়া - ফ্যাসিবাদ - নাত্সী
এরা সব কি কাব্যিক কথকতা ,
আত্মস্বাধীন হতে চাওয়া
বুকে জমাট ব্যাথা ।
পাড়ার মোড়ের বোকাটে ছেলেরা
আজও বাঁশিতে সুর তুলে গান গায় ,
প্রেমে সহানুভূতির ছোঁয়া পেতেই
ও - রাই, যে ব্যাপ্তিময় ।
তুমিও দেখেছ প্রেমিকের লাশ
ভেসেছে যমুনা জলে ,
ধর্মরাজ্য প্রতিষ্ঠা লাগি আজ
বুঝি প্রেম রসাতলে !