তোমার দুচোখ কেবল মনে রাখব আজ
পৃথিবীতে আর কোন কিছু খুঁজব না।
বর্ষার পড়ন্ত বিকেলে পৃথিবীর কোনে
ভেজা ঘাসের গালিচায়, কৃষ্ণচুড়ায়।
সবকিছু ভেঙ্গে, সবকিছু ভুলে
কামনা, বাসনা, ওই গগনের সন্ধ্যাতারায়।
তোমার মুখের নিস্তব্ধতায় যেমন
শিরীষ পাতারা নতজানু হয়, রাতের প্রতীক্ষায়।
নদীর উচ্ছ্বাসে সে ঢেউ, তোমার মতন
শরতের শিউলি কুড়ানো, তোমার আঁচল।
আমি আজ বসন্ত পথিক রব, ভালবেসে
শিমুল, পলাশ, জবাদের ভিড়ে চঞ্চল শিহরনে।
একটু দূরে দুপুরের ঘূর্ণিপাক
ভালবাসাহীন পৃথিবীর বুকে, উদাস করে।
নষ্ট ছেলে, নষ্ট মেয়ে বলে তুষ্ট হওয়া, তাদের দল
নির্ঘুম রাত শেষে কষ্ট দেওয়া, সমাজ পুলিশ!
গঙ্গা, পদ্মা, মেঘনা জানে বাংলার বিচ্ছেদ যন্ত্রণা, তৃষ্ণা
স্বভাব, স্বপ্ন, দিশা বেঁচে থাক, ভালবাসার নেশা।