আমাদের বিষণ্নতাহীন সপ্তবৃত্তি জীবন
বাঁশির ডাকে জেগে ওঠার আর ঘুম পাড়ানি গানে
আমি শিখছি দুঃখ বুঝতে
নিজের গোপন কান্না ভুলে
তোমার চোখের জল মুছতে
অনেক অনেক সম্মান আর অনুভূতি
আমাদের পৃথিবী আর তুমি আমি সত্য
পরাজিত সাম্রাজ্যের বুকেও সূর্য্য ওঠে
একাকিত্বে আর অনেক ভেঙে যাওয়া হৃদয়ে
একটা কারনের জন্ম দাও - অমূর্ত ভালোবাসা
ওরা কাজ করে - তুমি জানো
পাখিদের ঘুম ভাঙলে তুমি হেসে ওঠো
আয়নার সামনে দাঁড়িয়ে ভগবান হেসে ওঠেন
পরমাত্মীয় প্রেম পুরুষোত্তম
এই তো সময় - তুমি লিপিবদ্ধ কর