রাতের যে পাখিটা স্বপ্নে আসে যায় l
জীবন নদীর তীরে সে একা গান গায় l
পেয়ে আজ তোমার সৃষ্টি l
হৃদয়ে তাই সন্তুষ্টি l
রজনী শেষে আবার সকাল এসে ধায় l