" অহং ব্রহ্মাস্মি "
যখন এ জগৎ মরিচিকা
অশ্রুসজল আমিও স্বপ্নেই বেঁচে থাকি ।
মায়ার আবরন আর - " একমেবাদ্বিতীয়ম্ "
তুমি চলে গেলে দূর থেকে বহুদূরে ঘুমের দেশে
অসমাপ্ত স্বপ্নের দেশের যাত্রায় জানাই সেলাম ।
অপূর্ণ তোমাকে পেলাম এ মরীচিকার দেশে
থামেনি ট্রেন তবু তুমি নেমে গেলে গন্তব্যে ।
আমি ভাবছি মাত্রাতিরিক্ত সুন্দর কি ?
তুমিও কিভাবে প্রস্তুত হয়েছিল !
এদের বাস্তব পৃথিবীর মনস্তত্ত্ব জানতে তুমি ।
আমার বাকি কাজ - প্রয়োগ শোক স্তব শুধু কি ?
আমি চাই তুমি ফিরে এসো কবি ,
যদিও বুঝেছি তুমি ফিরবেনা ইরফান ।
আমার সৌভাগ্য আর স্বাধীনতা যুদ্ধে
এ মরীচিকায় আছি , স্বপ্নে তুমিও থেকো ।
আজ বর্ষা দিনে যে পাখির ঝাঁক উড়ে যায়
বাঁশির সুরে তোমার নাম তাদের শোনাই ।
মন পুড়ে যায় ঘুমহীন রাত্রিতে , চুম্বন এঁকে দিই
কুয়াশার সকালে দিগন্তের লেস ক্রমশ দূরে পালায় ।