আমি রাত্রির আনন্দ দেখেছি ...
দেখেছি, বাতাসের সাথে জ্যোৎস্না মাখা উত্তাল সমুদ্র বক্ষে।
বাধাহীন সে লক্ষ্মীপেঁচা ওড়ে ...
ওড়ে, চাঁদ উঁকি দেয় সাদা মেঘেদের বসন-পরে।
গহীন গগনে তারারাও জেগে থাকে...
এ শহর, কত গ্রাম, কত নদী পথ -ঘাট, ধীরে ধীরে যায় ষড়ে।
কিশোরীর উড়ন্ত ওড়নায়, আমার মুখ ঢেকে যায়...
তুমি আজ আমায়, আর খুঁজোনা বিজ্ঞাপনে।