করেছ দূয়ার বন্ধ
জ্বলছে অপরেশন থিয়েটারের লাইট
এনেসথেসিয়া করা আছে পেশেন্ট কে
সিস্টারের দিকে সতর্ক দৃষ্টিতে তাকালে একবার
সফলতা চাই - সফলতা চাই এবার ।
ওরা কাজ করে
ওরা শ্রমিক
ওরা মুটে - মজুর
ওরা কুলি
ওরা - ওরা করপোরেট দূনিয়ার ...
বুদ্ধিজীবি সফল
ওরা মা
ওরা সফল কৃষক
বীজ বোনে - ফসল কাটে আবার...।
তোমার একটু ভূলে
প্রানহীন হতে পারে এ বিশ্ব আবার
তুমি প্রতিনিয়ত অক্সিজেনের আয়ন গড়তে চাও
যেমন এইচ টু ও- আর কি
আর আমি মনুষ্যত্বের পারস্পরিক সম্পর্ক নির্মান করি - এই আর কি ।