আমি ভেবেছিলাম তুমি আবার কথা বলবে
হয়ত কবিতায়, হয়ত গদ্যে
একটি নতুন শব্দ শুনলাম তোমার মুখে
জিহাদ!

আমি কখনই পরিচিত হতে চাইনি
তোমার এ নবজন্মের সাথে,
হয়ত তুমি তখনও ভালবাসতে
এখন তুমি আর কথা বলছ না-দেখছোনা আমায় কাঁদতে!

আমি তো তোমায় ভালবেসে ছিলাম!
দিয়েছিলাম সেই আদমের স্বীকৃতি সম্মান,
জান্নাতের হুর সেকি আরও লোভনীয়
এ নারীর কি নেই তবে কোন দাম!

আমি যে মানুষ-নই কোন হুরপরী!
জান্নাত ভেবে এ বিশ্বকে হৃদয়ে ধরি
জিহাদ তোমায় কি শেখালো?
আমার চাওয়া-পাওয়ার হিসাব তবে কে মেলালো?

হিসাব তুমিও করেছ অনেক,
তবে, আমিও তো কখনও ধরিনি ভেক।
ওহে-মৃত জিহাদি.........আমি ক্ষমা করবোনা,
আমি যে খাতুন-আল্লা কেন এর আজও শোনেনি দোয়া!

আরও একবার যদি তোমায় জন্মান্তরে পাই!
আমার এ জিহাদ-আমি তোমারে শোনাবোই...
আল্লার দোহাই দিয়ে, আমায় একা রেখে গেলে এই ক্ষনে!
মানুষ জানুক, ভালবাসা ছিল না তোমার মনে।