রাতের ঘ্রাণ ফুলের পাঁপড়ি ছুঁতে চায়
কবিতা ছুটে চলে শব্দের সমুদ্রে
তোমার ভালোবাসা আমার হৃদয়ে উচ্চারিত হয়
ভ্রম কে স্থবিরতায় আঁকড়ে রেখে
আমাকে অভিসারেও ঝলসানো যায়
বিকেলের রঙ, মেঘ যেভাবে মাখে
নেপথ্যে একটু সোহাগ মিশিয়ে দিও
আমি নতজানু হয়েছি দেখো
চাঁদের আলোয় জলের ঢেউ গুনতে গুনতে
হয়ত তুমি অবচেতনের দায়ে ভালোবাসি বলবে
একফালি চাঁদ আর শিশুর আগমন
যতোই থাকুক ঘুণধরা সমাজ
আজোও তার প্রয়োজন
প্রিয়তমা , আসলে আমি আজো অমাবস্যার দেশে
আমার শব দেখে শিয়াল শকুনের দল হাসে
বিস্মৃতি হায়
ক্ষুদ্রতর তুচ্ছজ্ঞানে এ শীতের রাত যায়
আমি তবুও বেঁচে আছি জীবিতদের ন্যায়