কখনো কখনও আত্মা সমর্পিত হয়
নতুন এক পৃথিবীর জন্য স্বপ্নের ভিতর ।
ঘর ছেড়ে যাচ্ছে যে মানুষজনেরা
ভেসে গেছে প্লাবনে জনপদ , নদীও
সাগরের টানে উত্তাল হয়েছিল ।
তারাও জানতো না ! শিকড়ের টান ।
নির্ভরতার প্রতিশ্রুতি কেউ দেয়নি , সত্যি
অন্তর স্থল থেকে গ্রহন করে নিতে পারলে ?
তুমিও তো গোপনতায় ভাসালে তোমার কথা
সে কি একান্ত আপনতায় বা প্রেমের দায়ে ?
আমিও তো মানবতার কথা ভাবি , জানিনা
বুঁদ হয়ে থাকা কেন ক্ষমতার লোভে ? কৃষ্ণচূড়া
রাঙিয়ে দেয় সকলের হৃদয় , তবু সে নিজেই
আপন খেয়ালে মত্ত , নদীও চলে পাশ দিয়ে !
তুমি কি আমায় সত্যিই নিয়ে যাবে ? তোমার
পৃথিবীতে , সেখানে বুঝি অনেক আলো আছে ?
সেখানে কেউ হাসে না বুঝি কান্নার গান নিয়ে ?
ভালবেসো ভালোবাসায় , বেদনা বাদ দিয়ে ।
কখনো কখনও আত্মা সমর্পিত হয়
নতুন এক পৃথিবীর জন্য স্বপ্নের ভিতর ।