তমসা আজ গুমরে উঠেছে তিমিরে
সুদীর্ঘ্য রাত একলা চলেছে
বজ্রভীষন সাথে লয় সমীরে !
অভিমানি মন এখন যখন কাছে
নিভৃতে নির্জনে নিমগ্ন ক্রন্দনে
কেন বেধেছিলে বাহুপাশ বন্ধনে !
সঞ্চয়ে ছিল প্রেমে উত্ফুল্ল চিত্ত
তুমিই আগুন তুমিই আলো
সেই ভাবনায় চির মত্ত !
ধূর্ঝটির অনিয়ম উশৃঙ্খল আজ মেলে
প্রলয়ের নটরাজ করলে আমারে
তমসা আজ গুমরে উঠেছে তিমিরে !