তোমাকে কিছু বলতে পারিনা আজো
ভয় পাই যদি লোকে কিছু বলে,
তোমাকে নিয়ে লিখতে পারিনি কবিতা
ভয় পাই যদি লোকে কিছু বলে।
মাঝ সমুদ্রের স্থিরতায় যেমনি
থাকে গভীরতার হাতছানি,
মেঘ বালিকার কাছে - তোমার খবর নিতে চাই যখনি
ভয় পাই যদি লোকে কিছু বলে তখনি ।
মাঝে মাঝে মনে হয়
আমি কেবল তোমাকেই করতে চেয়েছি জয় !
তোমার নগ্ন শরীরে আমার উলংগ শরীর মিশিয়ে
মাঝে মাঝে লাগে ভয় - তোমার মন কি করিনি জয় ?
তোমাকে কিছু বোঝাতে পারিনা আজো - এই ধরাতলে
ভয় পাই যদি লোকে কিছু বলে ।