কেউ বলে আজ পৃথিবীতে খিলাফাত প্রতিষ্ঠা যে হয়নি ,
কেউ বলে যারা মরতে এসেছে তারা বিদেশী মুহাজিরিন ।
কেউ বলে তুমি আল্লাহর পথে জান্নাত প্রত্যাশী ,
কেউ বলে তুমি ঈসা (আঃ) এসে দাজ্জালকে মারবে - আমরা সেই বিশ্বাসী ।
কারা জানে, কিভাবে একটা ইসলামী স্টেট বাস্তবায়ন করা যায় ?
প্রথম মুসলিম দেশ ''ইস্রায়েল'' আখ্যায়িত হল কাদের প্ররোচনায় ?
আজ তুমি জিহাদ কর , তুমি আই এস আই এস - শ্রেষ্ঠ উম্মতের উন্মাদ !
ব্রিটেন- আমেরিকার পশ্চিমামার্কা পুতুল তুমি - বোঝোনা তাদের ফাঁদ!
সিরিয় সৈন্যকে বেকা উপতাকায় মোতায়েন- মোতাবেকে করা হয়েছিল কেন ?
হিজবুল্লাহ ও হামাস কেন এল পৃথিবীতে ? তারা কি কোরান পড়ে না ?
আল্লাহ্র রহমতের অপেক্ষায় আর উনার প্লানই সর্বশ্রেষ্ঠ - সে কি কেবল মানুষ হত্যার দায় ?
মানুষ খুনি মুহাজিরিন - আল্লাহর রাহে তারাও শহিদ নাকি ? হায় - হায় !
যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন যখন করছ না তুমিও - শুনছি ক্লোরিন গ্যাসের নাম !
আশি লক্ষ অধিবাসী আজ নিজ ভূখণ্ড ত্যাগ করে বিশ্বের পথে প্রান্তরে
তিন লাখ মানুষ নিহত হয়েছে - সে বেদনাও রয়েছে অন্তরে ।
তবুও মানুষ মরছে, ভয়ে দেশত্যাগ করছে, অবকাঠামো ধ্বংস হচ্ছে - ধর্ম দাম !
আমি আস্তিক, তবে হিন্দু - মুসলিম , ইহুদি - খ্রিষ্টান , বৌদ্ধ - আর্য বুঝিনা ,
তোমার হিংস্র্য হানায় - যে শিশুটির জিবনে নেমেছে যবনিকা
যে সদ্য ফোটা ফুলটিকে তুমি করছ নষ্ট ভ্রষ্ট - আমি তাদেরই একজন
আমিই তোমাদের চাইছি সর্বনাশ, তোমার কোন ঈশ্বর- আল্লা- খ্রিষ্টের পরোয়া করি না ।