আমি রাতের শহরে পানশালার পথে
সাথে আমার নেশাতুর নব যৌবন দল,
আমি দমকা বাতাসের মতো চিৎকার করে
রাতের চাঁদকে বললাম - কোথায় সূর্য্যদেব,
উনি কি আমায় আলো দিচ্ছেন?
আমি ওনার কথা শুনবো না,
মানবো না ওনার কোনো কথা,
আমি সুরা পান করে উদ্যম নৃত্যে মগ্ন হলাম।
আমি হসপিটালের বেডে চিকিৎসায় রত
সাথে মুখে অক্সিজেন মাস্ক নিয়ে রোগীর দল,
আমি ঝঞ্ঝা রাতের বিদ্যুৎ চমকির মতো অবির্ভাবে
অক্সিজেন প্রস্তুত সংস্থা কে বললাম - কোথায় বনানী, উনি কি আমায় প্রাণবায়ু দিচ্ছেন?
আমি ওনার কথা শুনবো না,
মানবো না ওনার কোনো কথা,
আমি মাস্ক মুখে শ্বাস নিয়ে মৃত্যুর সাথে যুদ্ধে রত।
মানুষ আজ জ্ঞানী, মহা মূল্যবান অংশ
এই মহা প্রকৃতির।
এটাই আমার অক্ষমতার রহস্য
কায়েমি স্বার্থে প্রতিনিয়ত ।
এই মহাজাগতিক বিশ্বে,
আমি কেবলই একটি বহু কষ্টের জীবনে
মহা উপাদানের গুলির একটি সমষ্টি মাত্র।
আমার কথা তোমরা শুনোনা মেনোনা কখনো।