আমি বলতে পারি
ফুলের সুবাসে
আমি বলতে পারি
সমুদ্রের উচ্ছাসে
আমি বলতে পারি
ভোরের বাতাসে
আমি ভালবাসি তোমায়
তোমায় কাছে পাবার বিশ্বাসে
আমি বলতে পারি
তোমার চোখের ইশারাতে
আমি বলতে পারি
তোমার স্পর্শতে
আমি বলতে পারি
তোমার হাসিতে
আমি ভালবাসি তোমায়
সাত জনম তরে সাথে থাকার আশ্বাসে