আমি পৃথিবীকে বলেছিলাম ,
তুমি কি আমায় মনে রাখবে ?
আমি যে মানুষ গুলোকে এঁকেছিলাম ,
তারা কি অনন্তকাল নিজেদের দেখবে ?
তারা নিজেদের দেখেনি চিরকাল ,
হেঁটে চলে গেছে অনন্তের পথে ।
সূর্যোদয় থেকে অস্ত যে আলো ছিল ,
গভীর রাতেও তাঁরা আছে দুরে , আলো সাথে ।
আমি ভবিষ্যৎ লিখবো না কোনোদিন ,
আগামি হেঁটে আসে বর্তমানের কাছে ।
বর্তমান স্থির হলেও সময় থাকে বহমান ,
মানুষ ঈশ্বরও হতে পারে,ঈশ্বর তাকে ছুঁয়ে ফেলে পাছে।
হে পৃথিবী আমি তোমাকে নিয়ে কবিতা লিখবো ,
তোমার চুল সাদা হবে , চামড়ায় পড়বে ভাঁজ ।
তুমিও সেদিন আমার কবিতা পড়বে !
মিথ্যা হোক যতই নিজের এ দেবতা সাজ ।