যখন ঘিরেছে আধার আমার চারিধার
দিয়েছ তুমিই আলোর হাতছানি ;
উদাসী সময়ে ডরি নাই আমি i
মোহহীন প্রেমে বেধেছ যে তুমি
তুমি যে কেবলই আমারই অহংকার ;
তাই করে চিত্কার
বলিতে চাই বারেবার
ভালবাসি আমি l
ভালবাসি-ভালবাসি-ভালবাসি
তোমায় ভালবাসি আমি l
তোমার মুক্তকেশী রূপ
আজও অপরূপ i
তাই ওই পূর্ণশশী লাজ পায়
আজও তোমার সম্মুখে ;
আমি ভয় পাই ,
যদি আজ কেউ
তোমায় দেখে ফেলে ;
আমার এই চোখে l