আমার সপ্নের শহরে
সারা রাত ঝরে পরা
অবিরাম বৃষ্টিতে
আমি পথ হাটছি
পূর্ণিমায় জোছনায়
বিদ্যুতহীন শহর
কেবল ট্রাফিক বাতি জ্বলছে !
বুক খোলা আমার শরীর ভিজছে
হৃদয়ের বসন্তে আর প্রকৃতির বরষায়
আমার স্মৃতিতে পূর্ন
তোমার উন্মুক্ত শরীরের উষ্ণতা
তোমার পুরু ঠোটের চুম্বন
আমাদের মিলন মত্ততা
আমি শুনসান শহরে একা পথ হাটছি ।