আমি বলব না
‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন''
আমি বলব না
আমি তোমার সব থেকে প্রিয় একজন
এই প্রিয়ের প্রিয় হৃদয় যে ...
তুমি আজো করতে পারোনি অর্জন !
আমি আর কাতর পার্থনায় - অকাতরে অশ্রু ঝরাবোনা
সন্তান হারা পিতা আমি
আজ যেমন স্বামীহারা নারী
আমার বক্ষ হতে - তুমি আমার হৃদয় নিলে কারি !
মৃত্যু ভয়ে ভীত নই আমি আর
কলিজা ছিনেছ আমার ...
তুমি চির দিনভিখারী - তুমি কখনই নও গো মহান
বল - আজ আর কি দরকার ?
আমি চাইনা বেহস্থের জান্নাত ...
আমি চাহিনা পূণ্য - চাহিনা পাপ
মাগিনা বর - করবোনা অনুতাপ
সাত্ত্বিক - আমি কেবল দিলাম তোমায় আশীর্বাদ !