আজও দেখি দখল নেয় শিশির, কচি ঘাসের ডগায়,
হিমেল হাওয়া শরীর ছুয়ে দেয়
সদ্য ফোটা ফুলেরা নেয় নিশ্বাস ।
জেগে ওঠা সূর্য্য হিমালয়কেই প্রথম আলো দেয়,
সোনার মুকুট পড়ে সে প্রথম অভিবাদন নেয়,
আবার আমাদের জীবন পায় আশ্বাস ।
গত রাতের প্রদীপটা এখনো জ্বলছে ঠাকুর ঘরে,
লাল টিপ টা এখনও তোমার কপাল জুরে,
সদ্য স্নাত তোমার শরীর - কেশরাশি থেকে টুপটাপ জল ঝরে ।
আমার চড়ুইভাতির জীবন, আলো আধারে যখন তখন,
যদি ফিরে যেতে হয় ওই মহালোকের ঘরে, সবাই কে পর করে,
তুমিও বল ধরবে হাত - দেখি এ ধরা আমাদের ভুলবে কেমন করে ।