আমার নিভৃত মনের গভিরে
তোমার বসত গড় দুয়ারে
আমি যখন খুলতে থাকি মনের দুয়ার
আমি কেবল দেখি তোমারে
তোমার একলা রাতের সকল সময়
কাটে না জানি - কোনো অছিলায়
তোমার গহিন মনের জানলাতে
রোদ যে হাসে আজ প্রাতে
ফুলের কুড়ি আজ অভিমানি
ফুলের সুবাস তাই যায় হেসে
তোমার প্রজন্ম আজ তোমার প্রতিক্ষায়
ভুলতে তা পারো - কেমনে অনায়াসে !