বৃষ্টি দাও...
দিয়েছ মেঘ , দিয়েছ আলো , এবার বৃষ্টি দাও
জাগিয়েছ অসংখ্য মানুষের চেতনা
ঘুম ভাঙ্গিয়েছ তো পশুদের পাখিদেরও ,
কতই না জল বয়ে চলে নীল মিসিসিপি
গঙ্গা যমুনায় ।
অগনিত জনতার ফিরায়েছ দৃষ্ঠি সেই পথে !
করিয়া আঘাত - তুমিই যে মহান হে সর্বশক্তিমান
তব - তুচ্ছতর এ মানব জীবনে ।
আমি কি সজাগ - চেতনা কি জাগ্রত আমার ?
নিরক্ষর দেখেছি , দেখছি আজও অনাহার !
উলঙ্গ কৃষকের দেখছি - চাওয়া প্রতিকার ,
প্রসাব পানীয় আজ যে এদেরই
দেখছি শাসকের আধিকার !
সশস্ত্র হাতে নেমেছে ওরাও , দল
নাম নিয়ে মাওবাদী - নকশাল ।
রাম নিয়ে কারা দিক হতে দিগন্তে
কৃষ্ণ বুঝি অস্তিত্ব হারায়
এই মানবসাগরের কুরুক্ষেত্রে !
রামকৃষ্ণ নামেরও বানিয়েছি ঢাল
আজ ছকেবাঁধা জীবন প্রস্থানে ,
জানি , তোমার আমার দেখা হবে - বন্ধু
শেষ বেলার শ্মশান কিংবা গোরস্তানে ।
তুমিও তো চাওনা - কোন অকাল মৃত্যু ,
ঠিক যেমন টি আমি চাই ,
তবে কেন অসহায় সন্তানহারা জননীর
অবিরত চোখের জল দেখতে পাই ।
আমি কি জাগ্রত ,চেতনা কি সজাগ আমার ?
তুমি কি চাইছ - জিতে নেয়া পরাজয়ের স্বাদ ,
চাইনা শুনতে - প্রিয়জন হারানোয়
প্রেমিকার সকরুন আর্তনাদ ।
এত বয়ে চলা চোখের জলের
সমাপ্তির দরকার - এ যে সবাকার ,
আবার বৃষ্টি দাও...
সকল মলিনতা ধুয়ে - মুছে যাক গো এবার ।
তুমিই অসংখ্য মানুষের চেতনা জাগিয়ে
বৃষ্টি দিয়েছিলে বারবার ॥