আমাকে পরশ দাও
উষ্ণ আলিংগনে
উন্মুক্ত দুটি ঠোটে
স্নায়ুতে আমার ঊষ্ণ প্রবাহ
কম্পিত এ শরীর আমার চাইছে
প্রত্যক্ষ নিয়মের তালে
আমার দুটি হাতে রামধনু রং মাখামাখি
প্রকতীর ক্যানভাসে ছাপ দিই
কখনও কখনও মেঘের আড়ালে হাসে রবী
সবুজ ঘাসের মাথায় জমেথাকা শিশির জল
তপ্ত মরুভুমির বুকে নামছে বরষা দল
মরুভুমি বলে মেঘবালিকারে আমায় নিয়ে চল
আমার শহর বুকে নিয়ন আলো জলে
আমায় পরশ দাও - তোমায় এ হ্রদয় বলে