আপনি অন্তর্যামী
আপনি অসাধারন
আপনি কালজয়ী
আপনি ছিপ ফেলতে জানেন
আপনি শ্রদ্ধা আর ভয়ের চার করেন
যারা আজ পর্যন্ত আপনাকে জেনেছেন
কেউ জেনেছিল কি ? তারা লাভবান আর খুশি
আমি বেদনা নিবারণের ওষুধ জানিনা
আমি জানিনা কনোও হাঁড়ির খবর
আমি নাগালে আনতেও পারিনা
ভালো থাকতে প্রেম
আমি হাওয়ার মতো
আমি শরতের আকাশে
জানি , শিউলি আমল দেবে আমাকে নিশ্চত , স্বাধীনতা ।
বিপ্লবী , স্বদেশী , নকশাল , মাওবাদী , সেনা জোয়ান , পুলিশ , নেতা , দেবতা আর স্বামী সকলেই অন্তর্যামী !