উন্মুক্ত বিহংগের স্বাধীন মন আবার আমার ,
অবগুন্ঠনেই থাকুক শরীর এবার
সজীব শংখের মতো ,
ভেসে চলব নিরুদ্দেশের দেশে
দেশ - মহাদেশ - উপকুল কতো,
অবগুন্ঠীত শরীর তবু কেন মন - চলে মনেরেই দেশে !
স্বাধীন বাতাস - স্বাধীন আলো
স্বাধীন আকাশ - তবু উড়বেনা বিমান তোমার সীমানায় !
এভাবে দেখ এ প্রগতির কালো ।
কাল মেঘ - আরো কত পথ দিতে হবে পাড়ি
কেবল - পৌছতে তোমার মনের আংগিনায়
আর কত কিছু দিতে হবে ছেড়ে তা জানি ।
ঝড়ে বেগে আমার মূল্যবোধ - আমার বর্ণ - ধর্ম
ওগো প্রিয়তমা- আজ নিরুত্তরের আঘাত হেন না,
তুমিই তো জন্ম - জন্মান্তরের প্রিয় করেছ আমাকে
আমাদের সমাজ - সে তো আমাদেরই কর্ম
যেদিন আসবে সময় - শব্দের প্রবাহে হয়ত তুমি মানবে না
কেবল শংখ ধ্বনির তরে - এ জীবাস্ম হতে বলে যাব তাকে !