তুমি কি কখনো রাত জেগেছ
প্রশ্নবিহীন প্রেমের প্রতিক্ষায়
অবিরাম অক্লান্ত বৃস্টির চাদরে
আদুরে বালিশ বাতাসে কথা বলে যখন !
বুকের পাজর বিহীন হৃদপিন্ড
প্রিয়জনের শরীর অবশ করা মুখ !
ভবিষ্যতের কথা বলে প্রেম
অতিত শরীর আমায় খোজে খুব !
হে - কাব্যের পাহারাদার
আমার ঘরে স্বামী - সন্তান
গুটি গুটি পায়ে নিঃশব্দে করি
তোমার শহরে ভবিষ্যতের পদচারন ।