দাবানলের চেয়েও ধাবমান
আরবি ঘোড়ার চেয়েও
আমি ঈশ্বর খুঁজতে গিয়েছি
ওই পাহাড়ের চূড়োয়
ওই গহীন অরণ্যে
ওই নদীর তীর বেয়ে বেয়ে
ওই সমুদ্রের ধেয়ে আসা ঢেউতে
এই বালুকাময় প্রান্তরে
এই সবুজ শ্যামল ক্ষেতে
এই মেঠো পথে
এই পল্লীগ্রামের সন্ধ্যায় ঝিঁঝিঁ ডাকে
ওই কংক্রিটের জঙ্গলে এলইডি আলোয়
ওই পার্কে বসে থাকা প্রেমিক যুগলের চুম্বনে
ওই শিশুর নিষ্পাপ হাসিতে
ওই বিক্রি হতে চাওয়া গোলাপ গুচ্ছে
শুনেছি ঈশ্বরের কাছকাছি থাকলে
সকল মানুষ চেনা যায়
আমি বুঝেছি ঈশ্বরেরা শান্তিতে বাস করেন
সে ষোড়শী সিক্ত কপাল কুন্ডলার মতো
দেখেছি সকল দিয়েছে ঝাঁপ নবকুমার যত
তুমিও কি কোনোদিন খুঁজেছ আমায়
কিভাবে এলাম আমি তোমার সম্মুখে
আমার প্রেম ভক্তি ধৈর্য্য বীর্য্য সকলে মিলে
আমি যে ঈশ্বর ভেবেই খুঁজেছি তোমায়
তোমার জানাও আছে ম্যাজিশিয়ানও শূন্যে ভাসায়