আমার বাচার লড়াই
আমার দেখা ঐ মহাকাশে তারা ভুরি ভুরি
আর আলোতে জড়িয়ে থাকা তোমার যৌবন
এ যেন রূপকথার নেমে আসা পরী
ভাবনারা এখন করুক না স্নান সারাক্ষন !
প্রচ্ছদে সমুদ্রতীরে পরে থাকা জরজর নৌকোর জেগে থাকা মাস্তুল
আজো মিঠে বাতাস বয় - নতুন বইয়ের ঘ্রাণ - কর জয়
বৃষ্টি ভেজা শীতের সকাল
ভালবাসা- একটু হলেও দিও - জীবন - আদরের শুধু ডানা শুকোয় !
বাতাসে ভাসছে মরফিন
ভালবাসার তোমার শহরে- শরীরে নিয়ন আলো
ভালবাসায় জীবন্ত লাশের বুকে জমে থাকা অক্সিজেন
দেখ বলছি - তুমিও যে আমায় বেসেছিলে ভাল !
আমার - আমাদের বেচে থাকার লড়াই !