তুমিই প্রচীন - তুমিই মুল্যবান
তুমিই গৌরব - তুমিই উদার
তুমিই আনন্দ - তুমিই মহান ।
কাজ - অকাজ , কারন - অকারন
কিছুইতো খুঁজিনা আজ ,
ক্ষোভহীনতায় জাগ্রত করো
পরাও দুঃক্ষ অবসানের সাজ ।
গোপনে তাড়াইতেছে আমারে
অশান্ত যত অজানা আক্রোশ ,
তবু কর্মেরই গৌরবে সন্তোষ পাই
তোমার আলয়ে আর থাকিতে চাহিনা উপোষ ।