এ চরণ তোমার
এ আকাশ তোমার
আছে তোমার কাছে বেঁচে থাকার অঙ্গিকার।

এ ছন্দ তোমার
এ নৈপুণ্য তোমার
আছে তোমার কাছে এ চিরকুর্নিশ আমার।

এ প্রবাহের যতি তুমি
ধ্বনি আর লয়ের জন্মভূমি
মাত্রা আর প্রবাহে চিরঋণী করেছ আমায়।

যখন জন্মনেয় কিছু গর্বে
পূর্ণ-অপূর্ণ আর অতিপর্বে
বাঁধভাঙার সে নিয়ম তুমিই শেখালে আমায়।

হিংসা আর ধংসেরও দেশে
সবাই তো দেখে সেই একই আকাশে।
আমি তো দেখি সেই সব সহিষ্ণুদের মুখ
থাকে ঘরে ফিরে আসার আমন্ত্রণ সুখ!
যদি থাকে কোন অপূর্ণতায় তোমার পার্থনা
কাছে এসে পূর্ণ কর সেই আমায় কামনা।

এ পৃথিবীর বুকে আমি চিরযৌবন দূত
রাজবেশ হতে গৈরিকে গেছে কতশত  
প্রবাহিত হয়েছে সিন্ধু-গঙ্গা অভিমুখ।
রাতের তারারা হাসিমুখে দেখে
পৃথিবীর বুকে দিনের তারার আলো মেখে
তোমার অভিবাদনে আজো দাঁড়িয়ে আছি একা-ভুলে সকল দুখ।        

অঙ্গিকার সাথে
আমি এ পৃথিবীর বুকে চিরযৌবন দূত।