মেঘলা আকাশে আঁধার চারিধারে গুনি
আজ বৃষ্টি বাতাসে বাঁশির ধ্বনি শুনি ,
বিজলি আলোয় প্রিয়ার ছবি দেখি
জান কি সে কথা - বিরহে এ সুর সাধি ।
আমায় আগলে রাখ তোমার বুকের মাঝে
হার - জিতের খেলায় তুমিই যাও জিতে ,
ও মেঘ তুমিও কেন কেবল রাখ আমায় ঘিরে !
প্রিয়াকে আমার এবার আসতে বল নীড়ে ।
কারা যেন বিজ্ঞাপন প্রচারে সংগোপনে
মিলিয়ে দিতেছে জীবন হোটেলে সঙ্গমে !
আমার এ সাঁজ কেবল সজ্ঞাহীনের মতন
বল আমার মতো তোমায় কে করিবে যতন ?
হৃদয়ের এ জানলা দিলাম খুলে
দু হাত ভরে জুঁই - বেল নিলাম তুলে ,
দেখো সকল আয়োজন হল সারা
তোমার চরণে সেজেছে সকল তারা ।
আমিও কাঁদি এই শ্রাবণ সন্ধ্যা বেলায়
আমার এ ঘর কেন সাজে বল একায় ?
কেবল হতে চাই দুজন দুজনার
সকল অহংকারের শেষে দেখি আঁধার , চির ব্যাথায় ।