আমায় আজ আর ডাকিস না ভাই - খেলতে তোরা দোল
মাখলে যে রঙ দেখিস না ভাই কেমন পাল্টে যায় - মুখের আদল
আমি আজ আর ভাঙ খাব না - নেশায় মাতব না
সিরিয়া শিশুর খুদার পানে - বল কি তাকাব না
আমার পথের দুপাশ ধরে আজ পলাশ শিমুল ফোটে
ওই শিশুটার কি অপরাধ - করতে তার বুকে ক্ষত , বুলেট কেবল ছোটে
আমি সুস্থ, তবে রাষ্ট্র পু্ঞ্জ আর বিশ্ব মানবাধিকার কমিশন
বৃদ্ধ হলে আছে পেনশন - অযথা কেন নিচ্ছ টেনশন
আমার এ দুহাতে আজ শৃংখল দাও - বন্দি কর কারাপাশে
ফাগের রং আজও লাল যে, এত শিশু রক্ত কেন চারপাশে
এত রোশনাই , এত আলোক- সেকি অন্ধকারের পূজা
বিনা অপরাধে আমায় সাজা দাও - নইলে তুমি যে পাবে সাজা