এই তো সময় - অসম্ভব কিছু করে দেখাবার
এই পৃথিবীর প্রেম নাও - তুমিই নিয়ন্ত্রক যে এবার
গ্রামে, নগরে, বন্দরে - তুমি সৈনিক চিরকালের
নিতে নয় দিতে এসেছ - তুমি প্রতিনিধি উর্দ্ধতনের ।
এই তো সময় - পাকাপাকি ভাবে কর এটাকে নিজভুমি
জলে, স্থলে, অন্তরীক্ষে - নিজ জয়ধ্বজা ওড়াও তুমি
আজো প্রাই শুনি ঈশা, মুশা, বৌদ্ধ, কৃষ্ণের কান্না
মানুষ তুমি - মানুষের তরে বিপন্নতাকে কি ঘোচাবেনা ?
তুমি শান্ত নও - তুমি ক্লান্ত নও
তুমি একা নও - তুমি একা নও
তুমি জয়ী হও - তুমি জয়ী হও
তুমি সৈনিক চিরকালের ।
এই তো সময় শুধুই তোমার
আবার অসম্ভব কিছু করে দেখাবার ।