না না না আর মিথ্যে নয়
সমস্ত দিনের শেষেই রাত্রি আসে
আর সমস্ত রাত্রি শেষে ভোর ।
না না না আর মিথ্যে নয়
এ জীবনের সব বসন্ত চলে গেলেও
আমি যে থেকে যাব তোর ।
না না না আর মিথ্যে নয়
আজ কথা দে - তুই আর কখনই ফেলবিনা চোখের জল
যে যা খুশি বলুক লোকে - আছে নারী পুরুষের সাম্যের বল ।
না না না আর মিথ্যে নয়
আমিও জানি পয়সাও কথা বলে
তা বলে কি তুই মিশে যাবি ওই পয়সার দলে ?
না না না আর মিথ্যে নয়
ক্যানভাসে রং তুলিতে - যদি তোর নগ্ন শরীর আকে কেউ
রাস্তায় অনাহারে কিশোরীর উলঙ্গ দেহ পরে আছে - আমি করবোনা ঘেউ ঘেউ ।
না না না আর মিথ্যে নয়
আমি গেয়ে যাব জীবনের জয়গান
ভাববোনা কখনই - বরাহ নন্দনেরা আমায় দিল কি - দিল না সন্মান ।