কবি- এখন একটি অসম্মানিত শব্দ -তবে
সৃজনশীলতার প্রধান রূপে রূপান্তরিত,
বাজারভিত্তিক পদ্ধতির আবির্ভাবে সৃষ্টি এ
দক্ষতা, নির্লজ্জের চোখে বালিকা পরিনত !
প্রশংসা অতিক্রম করার সফল প্রচেষ্টা,
নৈঃশব্দ্য আদর, ভালবাসার যন্ত্রনা, ঘৃণা !
পাথরে ফুল, বেলা শেষে ঝরে যাওয়া নিষ্ঠা ,
সচ্ছলতা, পুজির বৈষম্য আমাদের বেদনা ।
এই প্রিয় পৃথিবীতে রোদ নিয়ে খেলা
ভাঙ্গা কাচের শব্দে ঘুম ভেঙে যাওয়া,
বের করতে হবে খাপ থেকে তরবারি
ধংস করে দাও ওদের - ওরা মনের কারবারি ।
এক আকাশ তারার মাঝে তোমার আমার ঘর !
ডিনার টেবিলে মুখোমুখি - অসস্মানিত শব্দ অপর ।