আজও কি তোর কলঙ্কের ভয় নেই
নেই কলঙ্ক - ১৯৪৭ এর ব্যবচ্ছেদের কলঙ্ক
কলঙ্ক - ১৯৭১ এর কলঙ্ক
সূর্যের রোদহীন দিন আর আধার বিহীন রাত্রি,
মানবতা বিহীন মনুষ্যত্ব
সাক্ষর - নিরক্ষর আর আমাদের অপেরণ অস্তিত্ব !
অস্তিত্বহীনতা -মাংসরুটির আর ঝোল ভাতের
আর ধর্মম্তে সকল পাপ বোধের - জ্ঞান বিজ্ঞান শুধু আজ তোমার আমার ।
এবার তুমি আমার হাত ধরতে পারো
পারো আশাপূরণে নির্জলা উপোষ থাকতে
থাকতে শ্রীরাধা হয়ে অয়ন ঘোষের ঘরনি হয়ে,
আমি না হয় ব্রক্ষ্মচারী জীবন ছেড়ে - যৌনতার ছাউনি নেব
নেব - নিয়ে ভীষন প্রলয় ঝড়-আমি আর আমিত্বে মিশে যাব
যাব এ দশকের আদম হয়ে - কেবল তোর কলঙ্ক ঘোচাব ।